ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জের নজরপুরে ট্রাক- অটোভ্যান সংঘর্ষে নিহত ১


২২ জুলাই ২০১৯ ০৪:২৫

প্রতিকি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আড্ডা সড়কে একটি ট্রাকের সাথে অটো ভ্যানের সংঘর্ষে অটো ভ্যান যাত্রী নিহত এবং অপর ২ যাত্রী আহত হয়েছে। নিহত ব্যক্তি নওগাঁ জেলার পোরশা উপজেলার দিঘিরাজ গ্রামের আমির আলী (৪০)।

স্থানীয়রা জানায় রবিবার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর - আড্ডা সড়কের নজরপুর নামক স্থানে নওগাঁর পোরশা গামী একটি ছোট ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানের যাত্রী আমির গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। এ সময় গুরুতর আহত ভ্যানের যাত্রী এনামুল ও সিফাত কে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান খবর পেয়ে পুলিশ গোমস্তাপুর হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।