ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


হালুয়াঘাটে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


২১ জুলাই ২০১৯ ০৭:১৭

হালুয়াঘাটে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে বাড়ি ফেরার পথে বন্যার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। ২০ জুলাই শনিবার দুপুরে উপজেলার আমতৈল ইউনিয়নের চকেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চকেরকান্দা গ্রামের হযরত আলীর পুত্র জিহাদ হুসাইন (৯) ও আয়ূব আলীর পুত্র তানজিদ (৬)। উভয়ে একে অপরের চাচাত ভাই।

নিহতদের স্বজনরা জানায়, নিহত দুই শিশু স্থানীয় বাজারে মাথার চুল কাটতে আসে। চুল কাটা শেষে বাড়ি ফেরার পথে পানির স্রোতে একজন ভাঁসিয়ে নিতে থাকলে অপর একজন সহযোগিতা করতে গেলে সেও পানিতে ভেঁসে যায়। পরে স্থানীয়রা মাছ ধরার জালের মাধ্যমে দুটি মৃত দেহকে উদ্ধার করে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।