মানিকগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, ৫০ হাজার মানুষ পানিবন্দী

মানিকগঞ্জে যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়ে শনিবার সকাল নয়টার দিকে বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে মানিকগঞ্জের পাঁচটি উপজেলার ৩০টি ইউনিয়নের ৭০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়েছেন। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানিও বাড়ছে।
জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষের সূত্রে জানা গেছে, দৌলতপুর, শিবালয়, ঘিওর, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলার অন্তত ৩০টি প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। গৃহহীন হয়েছে তিন শতাধিক পরিবার।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. বাবুল মিয়া বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙনকবলিত মানুষের মধ্যে আট মেট্রিকটন চাল দেওয়া হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আরও কয়েক টন চাল ও শুকনা খাবার বিতরণের ব্যবস্থা চলমান রয়েছে।
নতুনসময়/এমএন