ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বগুড়ায় কমতে শুরু করেছে যমুনার পানি


২০ জুলাই ২০১৯ ২১:৫৮

ছবি সংগৃহিত

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার উপড় দিয়ে প্রবাহিত হলেও কমতে শুরু করেছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত বিপদ সীমার ১২১ সে.মি উপর দিয়ে হচ্ছে। তবে পানি কমলেও কমেনি মানুষের দুর্ভোগ।

সোনাতলা সারিয়কান্দি ও ধুনট উপজেলার ৪৫ কিঃ মিঃ বন্যা নিয়ন্ত্রন বাঁধে চরাঞ্চল ও বাঁধের পুর্বপাড়ের বানভাসী মানুষরা আশ্রয় নিয়েছে বাঁধ, আশ্রয়স্থান বা নিরাপদ জায়গায়। বাঁধে আশ্রিত বানভাসী মানুষগুলো চরম দুর্ভোগে গবাদি পশু,হাঁস-মুরগী নিয়ে নির্ঘুম কাটছে রাত।পানি বৃদ্ধির কারণে বন্ধ ৮৯টি রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।