ময়মনসিংহে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ৮শ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি।
শনিবার সকালে হালুয়াঘাটের ধারা ইউনিয়ন পরিষদ ও ধোবাউড়া থানা প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন জেলা পুনাকের সভানেত্রী সুরাইয়া সুলতানা ও জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুই উপজেলার অন্তত ৩০ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। পুনাকের পক্ষ থেকে ৮শ অসহায় পরিবারের সদস্যদের হাতে ত্রাণ তুলে দেন জেলা পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী। এসময় প্রত্যেক পরিবারকে এক কেজি চিড়া, ৫ শ' গ্রাম গুড়, ২ কেজি চাল, ৫ শ' গ্রাম ডাল-তেল, এক কেজি আলু দেয়া হয়।