ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


দেওয়ানগঞ্জে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ


২০ জুলাই ২০১৯ ০৭:১৪

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ১৯ জুলাই শূক্রবার বিকাল তিনটায় বন্যার্ত একহাজার ছয়শত পরিবারের মাঝে ত্রাণের শুকনো খাবারের পেকেট বিতরণ করেন উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এনামুল হাসান, সাবেক মেয়র নুরুন্নবী অপু, ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ইমরান ও অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

বানভাসি পরিবার'রা বলেন আমরা পরিমাণ মতো ত্রাণের খাবার পাচ্ছি এতে আমাদের খাবারের কোনো সমস্যা হচ্ছে না।

এই দিকে বাজার ব্যবসায়ী'রা বলেন বন্যা শুরু থেকেই আমাদের বেচাকেনা অনেক কমেগেছে।