খিলক্ষেত প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

খিলক্ষেত থানার ৩শ ফিট রাস্তায় রাস্তা প্রাইভেটকারের ধাক্কায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
তিনি বসুন্ধরা গ্রুপের সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ছিলেন।
সহর্কমী সানোয়ার জানান, আজ শুক্রবার (১৯জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে তিন'শ ফিট রাস্তায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকাল পৌনে৬ টায় মৃত ঘোষনা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর সহকারী উপপরিদর্শক আবদুল খান। তিনি বলেন মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ সারুয়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।
বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন।