ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদ সদস্য নিহত


২০ জুলাই ২০১৯ ০৪:৫৮

চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের চাঁপাই-সোনামসজিদ মহা সড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরো ৩ জন আহত হয়। গুরতর আহত ১ ব্যক্তিকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

বিকাল ৩টা ১৫মিনিটে রানিহাটি বাজারে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়।

নিহত ব্যক্তি বাঙ্গাবাড়ী এলাকার জেলা পরিষদ সদস্য মো. হারুনুর রশীদ (৪২)। এসআই মো. সিরাজ ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ যাবার পথে সোনামসজিদ থেকে ছেড়ে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরতর আহত ২ ব্যক্তিকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার হারুনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে রাজশাহী মেডিকেল পাঠানো হয়।

আহত ব্যক্তি আবু সাইম আজাইপুর মহল্লার এবং তিনি শহর যুবলীগের সহ-সভাপতি। নিহত মামুন গোমস্তাপুরের বাংঙ্গাবাড়ী কলেজের প্রভাষক বলেও জানা গেছে।