ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


তেজগাঁওয়ে গ্যাস লাইন লিকেজ, আগুনে দগ্ধ স্কুলছাত্র ঢামেকে ভর্তি


২০ জুলাই ২০১৯ ০৪:১৩

রাজধানীর তেজগাঁওয়ে গ্যাস লাইনে লিকেজ থেকে আগুনে দগ্ধ রায়হান (১২) নামে এক স্কুলছাত্র। শুক্রবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকার খেলাঘর মাঠের পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রায়হানের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে সে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

তেজগাঁও মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রায়হান। তার বাবার নাম ইকবাল হোসেন। তেজকুনিপাড়ার কারখানা গলিতে পরিবারের সঙ্গে থাকে সে।

রায়হানের বাবা ইকবাল হোসেন জানান, তেজকুনিপাড়া খেলাঘর মাঠের পাশে জাকিরের গলিতে রাস্তায় দিয়ে যাওয়ার সময় গ্যাস লাইন থেকে আগুন ধরে যায়। এসময় রায়হান সেখান দিয়ে যাচ্ছিল। এতে দগ্ধ হয় সে।


নতুনসময়/এমএন