ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


সিংড়ায় বন্যা পরিস্থিতি অবনতি, ব্রীজ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত


২০ জুলাই ২০১৯ ০৩:৩৩

নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে। শুক্রবার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

শুক্রবার শেরকোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বক্তারপুর ব্রীজ বন্যার পানিতে ভেঙ্গে যাওয়ায় মারাত্মক ঝুকির মধ্যে আছে। ব্রিজটি ভেঙে ৫টি গ্রামের সাথে যাতায়াত ব্যবস্থা বিছিন্ন হয়েছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুসান্ত কুমার মাহাতোসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এদিকে দুপুরে চামারী ইউনিয়নে বন্যায় প্লাবিত কয়েক হাজার পরিবারের খোঁজখবর নেন চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা। অপরদিকে পৌরসভার কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। পল্লী নিবাসের অর্ধ শত পরিবার চলনবিল মহিলা কলেজে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। অপরদিকে আত্রাই নদী সিংড়া পয়েন্টে হুহু করে পানি বাড়ছে।