ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


নদীর পাড়ের বাসিন্দাদের কাছে আতঙ্কের আরেক নাম ভাঙন


২০ জুলাই ২০১৯ ০৩:১৬

নদীর এপার ভাঙে ওপার গড়ে, এইতো নদীর খেলা। নদীর ভাঙা গড়ার খেলা আর ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট দেখে শিল্পীরা এই গানটি গেয়েছিলেন।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শেরেবাংলা বাজারের পাশ দিয়ে অবস্থিত জাঙ্গালিয়া নদী। ১কিলোমিটার নদী ভাঙ্গন যদি সমাধান করা না হয় তাহলে ভাঙনের মুখে শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরে বাংলা বাজার, একটি নূরানী মাদ্রাসা, একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ অসংখ্য বসতবাড়ি বর্তমানে নদীর ভাঙ্গনের মুখে পড়েছে।

এলাকা বাসি বলেন, আজও আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। ভোটের আগে তারা ফ্যাক্টর হলেও ভোটের পরে তারা মূল্যহীন বাসিন্দা বলেই বিবেচিত হয়। অবিশ্বাস্য হলেও সত্য নানা রোগ-শোক আর হাজারো সমস্যায় থাকা এই মানুষগুলোর খবর রাখে না কেউ। বর্তমানে এই শেরে বাংলা এলাকায় ১২শ লোকের বসবাস তাদের প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। দিন দিন বেড়েই চলেছে এই নদী ভাঙ্গানের তান্ডব। পানি উন্নয়ন বোর্ডের নেই কোনো তৎপরতা। জোর দাবি করে বলেন এই ১ কিলোমিটার নদী ভাঙ্গন যদি সমাধান না করা হয় তাহলে তাদের বসতবাড়ি জায়গা জমি ব্যবসায়ীদের বাজারের দোকান সবকিছুই নদীগর্ভে বিলীন হয়ে যাবে তাই কতৃপক্ষের কাছে জোর দাবি যত দ্রুত সম্ভব এই নদী ভাঙ্গন সমাধান করা হয়।

শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্বাছ উদ্দিন বলেন, এলাকায় চলতি বর্ষা মওসুমে প্রচুর বৃষ্টিপাত হয়েছে আর সে কারণে নদীর নাব্যতা বৃদ্ধি পেয়েছে। প্রবল স্রোত থাকায় ভাঙন বেড়ে গেছে। নদী ভাঙনের কবলে পড়ে বসত ঘর বাড়ি পরিবাররা হয়েছে গৃহহারা। হারিয়েছেন ধানী জমি ও বসতভিটা। এভাবে যদি নদী ভাঙ্গন চলতে থাকে তাহলে শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলজিইডির দেড় কোটি টাকা রাস্তা শেরে বাংলা বাজার এটি নূরানী মাদ্রাসা এবং একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

স্থানীয় বাসিন্দা শাহ কামাল বলেন, নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমিসহ সরকারের উন্নয়নমূলক রাস্তাঘাট। গত কয়েক দিনের তীব্র ভাঙনে এই এলাকার বসত ঘর বাড়ি বর্তমানে হুমকির মুখে পড়েছেন। নদী ভাঙ্গনের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। শেরেবাংলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন এর পথে। হুমকির মুখে পড়েছেন শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও। নদী ভাঙ্গার পদক্ষেপ গ্রহণ করার জন্য সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী বর্তমান ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের দৃষ্টি কামনা করছি যাতে আমাদের এই ১ কিলোমিটার নদী ভাঙ্গা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন এটাই আমাদের দাবি।