চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৮-২০১৯ এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস বৃহস্পতিবার এ প্রতিযোগিতার আয়োজন করে। ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম-সংলগ্ন সুইমিংপুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্র নাথ উরাঁও বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুল লতিফ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তোফা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান রজু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আজমাল হোসেন, কোষাধ্যক্ষ মো. বদিউজ্জামান বুদু ও নির্বাহী সদস্য শেখ আহসান হাবীব মিন্টু, মো. হুমায়ূন কবির লুকু, মো. আবু সায়েম, মো. সালামত ওস্তাদ, মো. বাবলু, শরিফা সালেহা, মো. মশিউর রহমান মিটু, আজিজুল হক, মো. আহসানুল হাসান, মো. শামসুল আলম, ইয়াসমিন সুলতানা রুমা চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
সাঁতার প্রতিযোগিতায় ১৫টি ইভেন্টে বিভিন্ন বিদ্যালয় হতে ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এ সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাঁতার প্রশিক্ষক মো. হুসনে রাকিব। সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান রেজা তালুকদার।