ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে পৌরবাসী


১৯ জুলাই ২০১৯ ০৭:২১

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভেঙ্গে পড়েছে নাগরিক পরিসেবা। রাস্তাঘাটে পড়ে আছে ময়লার স্তুপ, পৌরসভার সরবরাহ পানিও ঠিকমত পাচ্ছেন না নাগরিকরা। পৌরসভার দাপ্তরিক কার্যক্রম বন্ধ কয়েকদিন থেকে। কাঙ্খিত পরিসেবা না পেয়ে ভোগান্তি নিরসনের দাবিতে মানববন্ধন করেছে পৌরবাসীরা।

১৮ জুলাই বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনের সড়কে কাঙ্খিত পৌরসেবার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহ্বানে এ কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবীসহ পৌর নাগরিকরা অংশ নেন। মানববন্ধন থেকে. নাগরিকদের সেবা দিতে না পারায় পৌর মেয়রকে পদত্যাগের আহ্বান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, সচেতন নাগরিক কমিটির উপদেষ্টা এ্যাড. আবু হাসিব, সাংবাদিক শহীদুল হুদা অলক, এ্যাড. সাইদুল ইসলাম, এ্যাড. মিজানুর রহমান মিজান, আহ্বায়ক সৈয়দ আহমেদ হোসেন বাদশা, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, যুগ্ন আহ্বায়ক রেজাউল নবী, যুবলীগ নেতা আশাফুদ্দোলা, লেলিন প্রামানিক, সাবেক কমিশনার শাজাহান শাহীন, ছাত্রনেতা আসিফ ইয়াসির, চাঁপাইনবাবগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামানিক, জাসদ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।