নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবুল হোসেন বাবলু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত বাবুল হোসেন বাবলু সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের পিপলশন গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বৃহষ্পতিবার সকালে নিজ বাড়ির মটরের বৈদ্যুতিক তার মেরামত করার সময় এ ঘটনা ঘটে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
২ নং ডাহিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক জুলহাস কায়েম বলেন, বাবুল হোসেন বাবলু যুবলীগের এক একনিষ্ঠ কর্মী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।