ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বিবেক গেছে বিক্রি হয়ে, মানুষ এখন পশু। তাই তো ধর্ষিত হয় ৯ মাসের শিশু' এ রকম অনেক প্ল্যাকার্ড নিয়ে নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন করেছে রাজধানীর উত্তরা ও আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে ৩ দফা দাবিতে উত্তরার আজমপুরে নবাব হাবিবুল্লাহ স্কুলের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ধর্ষণের ক্ষেত্রে সবোচ্চ সাজা মৃত্যুদণ্ড, গণধর্ষণের ক্ষেত্রে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি একইসঙ্গে সকল ধর্ষণ মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার পাশাপাশি ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়।
এদিকে, রাজধানী উত্তরখান মাস্টার পাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার সকালে স্কুলের সামনের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বলেন, হামলার সময় দু'জন সন্ত্রাসীকে হাতে নাতে আটক করে পুলিশে দেওয়া হলেও কিছুক্ষণ পরে তাদেরকে ছেড়ে দেয় উত্তরখান থানা পুলিশ।
ছাত্র-ছাত্রীরা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বুধবার সকালে স্কুলের প্রধান ফটক ভেঙে অতর্কিতভাবে স্কুলটির প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন দুর্বৃত্তরা।