ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


জামালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার


১৮ জুলাই ২০১৯ ২১:১৮

নতুন সময়

জামালপুরের দেওয়ানগঞ্জে ৯ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উসমান গণি (৩৫) ও সৈয়দ আলী (২৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক বহনকৃত স্যালো ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে সানন্দবাড়ী এলাকা থেকে স্যালো ইঞ্জিন চালিত নৌকাযোগে মাদক ব্যবসায়ী উসমান ও সৈয়দ আলী মাদক নিয়ে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান ও এসআই পলাশ কুমার গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী নবীনাবাদ ঘাটে নৌকা তল্লাশী করে ৯ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে।

মাদক কারবারি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চর চৌমহন গ্রামের আনছার আলীর ছেলে সৈয়দ আলী অপর মাদক ব্যবসায়ী একই উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে উসমান গণি।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।