শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া- কাঠালবাড়ী নৌরুটে নাব্যতা সংকটের কারনে গত পাচঁদিন ধরে ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় সহস্রাধিক যানবাহন।
উজান থেকে নেমে আসা পানির স্রোত ও চ্যানেলে পলি পরে নাব্যতা সঙ্কট সৃষ্টির কারনে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে ফেরী চলাচল ব্যহত হচ্ছে। আজ বুধবার ভোর রাত আড়াইটা থেকে সীমিত আকারে মাঝারি ও ভিআইপি ফেরীসহ ৩টি ফেরী দিয়ে চলছে যানবাহন পারাপার। তবে বিকল্প চ্যানেল চালু না হওয়ায় সমস্যা আরো ভয়াবহ হতে পারে। এতে করে বন্ধ হয়ে যেতে পারে এ শিমুলিয়া- কাঠালবাড়ি নৌ রুটের ফেরি ও লঞ্চ চলাচল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া (মাওয়া) উপ মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী বলেন, শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে দুর্ঘটনা এড়াতে ডাম্প ফেরী মঙ্গলবার দুপুর থেকে বন্ধ রাখা হয়েছে। আজ রাত আড়াই টা থেকে বহরের ১৬ ফেরীর মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বড় কে টাইপ, রো রো ফেরী। তবে মাঝারি ও ভিআইপি ফেরীসহ তিন ফেরি চলাচল করছে।