ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ছাতকে যুবক খুন


১৮ জুলাই ২০১৯ ২১:০৪

ছবি সংগৃহিত

সুনামগঞ্জের ছাতকের পল্লীতে দুর্বুত্তের হাতে খুন হয়েছেন দোয়ারাবাজারের আবুল কালাম বুলবুল (৩৮)। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি বাজার এলাকায়।

নিহত বুলবুল সেখানে স্থানীয় শাহ আরেফিন বাজারে একটি পাথর ভাঙার ক্রাশার মিলে কাজ করতেন। রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে খুন করে স্থানীয় ইছামতি নদীর আধা কিলোমিটার দক্ষিণে নামা দারোগাখালী গ্রামের পূর্বাংশে দুটি বাড়ির মধ্যবর্তী স্থানে হাতপা বাঁধা অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে দুপুরে ছাতক থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে ছাতক থানায় মামলা করেছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।