ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ধামরাইয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


১৭ জুলাই ২০১৯ ০৩:৩৬

ঢাকার ধামরাইয়ে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে চালক নিহত হন। এসময় ঘাতক বাস আটক করা গেলেও বাসের চালক পালিয়ে যায়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানা গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।