ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন


১৭ জুলাই ২০১৯ ০৩:৩১

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদ হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব জিলহাজ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন কলিন, শিক্ষার্থী মুহাম্মদ সালেহ আল মাহদী, শিক্ষার্থী রাকিবুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আখতার ডালু, একই ইউনিটের সাধারণ সম্পাদক ও প্রস্তাবিত সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক হাজী বাবলুসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন।