ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


হোমনা-মুরাদনগর রাস্তা নয় যেন মরন ফাঁদ


১৭ জুলাই ২০১৯ ০৩:২২

ঢাকা হতে যানজট এড়াতে সহজ যোগাযোগ মাধ্যম হিসেবে ঢাকা-চট্রগ্রাম বিশ্বরোডের মেঘনা ভাটেরচর নতুন রাস্তা নামক হতে মেঘনা উপজেলার উপর দিয়ে তৈরি করা হয় এই রাস্তাটি৷ হোমনা থেকে মুরাদনগর হয়ে ব্রাম্মনবাড়িয়া সিলেটসহ যোগাযোগ মাধ্যম সহজ করনের নিমিত্তে। এবং যানজট কমিয়ে আনতে রোডস এন্ড হাইওয়ে বিশাল অর্থ বাজেটের রাস্তার কাজটি সম্পন্ন না হতেই রাস্তার বর্তমান অবস্থা, প্রতিটি পয়েন্টে পয়েন্টে এরকম মরণ ফাঁদ তৈরি হয়েছে, দ্রুত মেরামত না করলে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। কর্তৃপক্ষের শুভদৃষ্টি আকর্ষণ করে ইতি পূর্বে এলাকার জনসাধারনের পাশাপাশি যানবাহন মালিক সমিতির নেতৃবৃন্দ জোর দাবী জানিয়ে রাস্তার ঠিকাদারকে অচিরেই রাস্তা সংস্কার করার জন্য অনুরোধ করেন। দ্রুত রাস্তার কাজের সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনায় প্রান যেতে পারে সাধারন জনগনসহ যানবাহন চালকদের।