ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ


১৭ জুলাই ২০১৯ ০৩:১৪

স্কুল, মসজিদ, প্রতিবন্ধী ও অন্ধ মানুষসহ ২৮ জন গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যের ৫৬ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নদী ভাঙন কবলিত আলাতুলি, শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, নারায়নপুর ও সুন্দরপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের গরীব ও দুস্থমানুষের মাঝে এসব ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়।

ঢেউটিন ও অর্থ বিতরণকালীন উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মৌদুদ আলম খাঁ, সুন্দুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: মাতুয়ারা বেগম

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মৌদুদ আলম খাঁ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বিনামূল্যে বিতরণের জন্য প্রাপ্ত ৫৬ বান্ডিল ঢেউটিন ও বান্ডিল প্রতি ৩ হাজার টাকা হারে ১ লাখ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ, ২ জন প্রতিবন্ধী ও ১ জন অন্ধ ব্যক্তিসহ ২৮ জন গরীব ও দুস্থ মানুষের মাঝে এসব ঢেউটিন ও টাকাগুলো বিতরণ করা হয়।