ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


মুন্সীগঞ্জে বিস্ফোরণে বৃদ্ধসহ আহত ২০


১৬ জুলাই ২০১৯ ২২:২২

ছবি সংগৃহিত

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষের সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বৃদ্ধসহ ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ও ঢালী কান্দিতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় নোয়াদ্দা এলাকার রাজ্জাক শিকদার (৫২), নুরউদ্দীন (৫৫), সোলেমান (৪০), আকরাম (৩৭), আবু সায়েদ (৫০), রহমত উল্লাহ (১৭), আবুল কালাম (৩৫), মোঃ সুজন (৩৫), গৃহবধূ তাসলিমা (৫০), শাহনাজ (৩০), কলেজ ছাত্র মোঃ সাকিলসহ ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ বৃদ্ধ আকরাম ও নূর উদ্দীনকে গুরতর অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসাপাতালে নেওয়া হয়েছে। ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য স্বপণ দেওয়ান এর নেতৃতে এ হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

স্থানীয়রা জানায়, ভোরের সূর্য উঠার আগেই সন্ত্রাসী বাহিনীরা আমাদের উপর হামলা চালায়। তারা গবাদি পশুর উপরও হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরেই সন্ত্রাসী বাহিনীর হামলায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা এর থেকে রেহাই চাই। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জরিতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।