হালুয়াঘাটে বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
উপজেলার ১২ ইউনিয়নেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা কবলিত হয়ে পড়েছে উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ। টানা কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় পানি বন্ধি হয়ে পড়েছেন গ্রামাঞ্চলের জনসাধারণ। সোমবার বিকেলে বন্যাদুর্গত এলাকা পরির্দশন করে বন্যার্তদের খোজ-খবর নেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
এ সময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিলডোরা ইউনিয়নের প্রায় তিনশতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে শুকনা খাবারসহ পানি বিশুদ্ধ করণের ট্যাবলেট বিতরণ করেন। বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, ঝর্ণা ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদউল্লাহ,উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, আরডিও আনোয়ার হোসেন, বিলডোরা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যা মোঃ জাহাঙ্গীর হোসেন,উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ।