ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


বালিয়াডাঙ্গায় মহানন্দা নদীতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু


১৬ জুলাই ২০১৯ ০৪:২৯

চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় মহানন্দা নদীতে ডুবে ৪ বছরের এক শিশু মারা গেছে। সোমবার সকাল ১০ টার দিকে বালিয়াডাঙ্গা হিন্দুপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি হলো সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হিন্দুপাড়া গ্রামের হাসনাত আলীর ছেলে আবুবকর সিদ্দিক (৪)।

নিহত শিশুর মা জানায়, নিহত শিশুটি বাড়ির পেছনে মহানন্দা নদীর তীরে বালুর উপরে বসে খেলা করছিল। হঠাৎ পাড়ের বালু ধসে মহানন্দা নদীতে পড়ে ডুবে তার মৃত্যু হয়।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মিনহাজ উদ্দীন বলেন, স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।