মাদক সেবনের অপরাধে চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের সাজা

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। পরিদর্শক মো. রায়হান আহমেদ খানের নের্তৃত্বে রবিবার সকাল ১০টা থেকে চলা অভিযানে মাদক সেবনের অপরাধে চারজনকে আটক করা হয়েছে। পরে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের হাজির করা হলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড-সহ কারাদণ্ড প্রদান করেন।
আটককৃতরা হলেন-সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. আজম (৫০), একই গ্রামের মো. লালচান এর ছেলে মো. জাকির হোসেন (৩০), চাঁদলাই জোড়বাগান গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (৩৫) এবং নামো শংকরবাটি গুমপাড়াস্থ মৃত ফজলুর রহমানের ছেলে মো. হেলাল (৩৫) কে মাদক সেবনের অপরাধে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান মো. হেলালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম আটককৃত মোকামালকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন আটককৃত মো. জাকির হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা আটককৃত মো. আজমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।