ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবেলায় ডিএসসিসির ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা চালু


১৬ জুলাই ২০১৯ ০৪:০৯

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ায় ৫৭ টি ওয়ার্ডে ভ্রাম্যমান মেডিক্যাল টিম চালু করেছে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি)। ৪৭৬ টি কেন্দ্রে শুরু হওয়া এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুলাই।

সোমবার নগর ভবনে দক্ষিনের মেয়র সাঈদ খোকন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা ০৯৬১১০০০৯৯৯ নাম্বারের একটি হটলাইন চালু করেছি। নাগরিকরা এই নাম্বারে ফোন দিলেই আমাদের মেডিকেল টিম চলে যাবে। তারা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ দিবে।

মেয়র বলেন, কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডের ৪৭৬ টি কেন্দ্রে ৬৮ টি টিমের মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া হবে। ১৫-৩০ জুলাই পর্যন্ত চলবে এই ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা।


অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।