গাজীপুরে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৩

গাজীপুর জেলার মাষ্টারবাড়ি ন্যাশনাল পার্ক এলাকায় কাভার্ডভ্যান এবং মিনি পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সোমবার সকাল সোয়া আটটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মাষ্টারবাড়ি ন্যাশনাল পার্কের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত ৩ জনই পুরুষ। তাদের একজন পিকআপ চালক এবং অপর দুইজন পিকআপের যাত্রী।
কাভার্ডভ্যান এবং মিনি পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রো পুলিশের সদর থানার এসআই ইমতিয়াজ। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।