ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


পদ্মা সেতুর পাইল ড্রাইভের কাজ শেষ


১৫ জুলাই ২০১৯ ২০:২০

ছবি সংগৃহিত

দ্রুত গতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতু নির্মাণ কাজ। পদ্মা সেতুর মোট ২৯৪টি পাইল ড্রাইভের কাজ শেষ হয়েছে।

রোববার সেতুর ২৬ নম্বর পিলারের ৭ নম্বর পাইল ড্রাইভের কাজ শুরু হয়। শেষ হয় সোমবার ১৫ জুলাই সকালে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতুতে মোট ২৯৪টি পাইল ড্রাইভের কাজের মধ্যে ২৯৩টি আগে সম্পন্ন হয়। আজ সোমবার শেষ পাইলটির ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে ৩০টি পিলারের কাজ সম্পূর্ণ হয়েছে। স্থায়ী ১২টি ও অস্থায়ী ২টি মিলিয়ে মোট ১৪টি স্প্যান বসেছে। এতে মূল সেতুর ২১০০ মিটার দৃশ্যমান হয়েছে।