ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


আশুলিয়ায় যুবকের আত্মহত্যা


১৫ জুলাই ২০১৯ ২০:১৪

ছবি সংগৃহিত

আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে আনিস (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পরে থানা পুলিশ খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাংলাবাজারের ইটখোলার একটি ভাড়াবাড়ি থেকে এ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার আন্দারিঝাড় গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। সে এবং তার স্ত্রী মাহফুজা আশুলিয়ার বাংলাবাজারের ইটখোলা এলাকায় ভাড়া বাড়ীতে থেকে একটি পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করতো।

নিহতের স্ত্রী মাহফুজার বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে। শনিবার সকালে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। পরে তার স্ত্রী কর্মস্থলে চলে যায়। কাজ শেষে বাসায় ফিরে এসে দেখেন তাদের রুমের দরজা ভিতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে দরজা একাধারে ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে দরজা খুলে যায়। ভেতরে ঢুকে তার স্বামীকে আড়ার সাথে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পান। এরপরে মাহফুজার চিৎকারে এলাকাবাসী ছুঁটে আসেন। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে।