কুষ্টিয়ায় ডাক্তারকে কুপিয়ে আহত করার নাটক ফাস, পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া পুলিশ সুপার। আজ শনিবার দুপুর ১২ টায় পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে সাংবাদিকদের বরাত দিয়ে ভেড়ামারায় এক ডাক্তারকে কুপিয়ে যখমের ঘটনা ফাস করলেন পুলিশ সুপার।
পুলিশ জানায়, মেহেরপুর জেলায় ওই ডাক্তার শাওন হোসেনের বাড়ি। তিনি ভেড়ামারাতে সনো চিকিৎসা করেন। তিনি একজন সনো লজিস্ট। প্রায় ৭০ লক্ষ টাকা দেনা ও ব্যাংক লোন নিয়েছেন তিনি। পাওনাদারদের অত্যাচারে তিনি ২ যুবককে ভাড়া করে শাওন তাদেরকে দিয়ে টাকার বিনিময়ে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত করিয়ে পাওনাদারদের হাত থেকে বাচার জন্যে নাটক করেন। পরে ভেড়ামারা থানায় ডাকাতি মামলা করেন।
সিসি টিভির ফুটেজ দেখে গতকাল ওই ভাড়া করা ২ জনকে আটক করে পুলিশ। তাদের থেকে বিস্তারিত পাওয়া গেছে এ তথ্য। পরে ডাক্তার শাওন সহ ২ অপরাধীকে আইনের পক্রিয়ায় এনে শাস্তি প্রদান করা হবে বলে জানান পুলিশ সুপার।