ময়মনসিংহে বজ্রাপতে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহের তিন উপজেলায় বজ্রাপাতে কৃষক ও জেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর থেকে বিকালের মধ্যে তাদের মৃত্যু হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী, তারাআন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন– ফুলপুরের বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের আবদুল মজিদের ছেলে সোহাগ মিয়া (২৫), পয়ারী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে জামাল উদ্দিন (৪০), তারাকান্দা উপজেলার ধলিরকান্দা গ্রামের চান মিয়া (৫২) এবং ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের মলিন বর্মণের ছেলে চৈতন বর্মণ (২২)।