ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ক্ষতিপূরণ চাওয়া ডেঙ্গু রোগীর বাসায় ফলমূল নিয়ে সাঈদ খোকন


১৪ জুলাই ২০১৯ ০৪:৩০

ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো আইনজীবীর বাসায় ফলমূল নিয়ে হাজির হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। স্ত্রী সুমি আক্তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ডিএসসিসির কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সংস্থার মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।

শনিবার খিলগাঁও এলাকার আজম আলী মসজিদ সংলগ্ন একতা সড়কে সুমি আক্তারকে দেখতে যান মেয়র। এ সময় ওই বাসার চতুর্থ তলায় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রবেশ করেন। ডেঙ্গু আক্রান্ত সুমি আক্তারের সঙ্গে মেয়র কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। দেখতে গিয়ে সুমি আক্তারকে দুই ডালা ফলমূল উপহার হিসবে দেন সাঈদ খোকন।

এ সময় সাঈদ খোকন বলেন, নৈতিক দায়িত্ববোধ থেকেই রোগীকে আমি দেখতে এসেছি। আইনজীবী তানজিম আল ইসলামের স্ত্রী সুমি আক্তার বলেন, মেয়র আমাকে আশ্বস্ত করে বলেছেন, মশক নিধনের জন্য ঠিকমতো ওষুধ ছিটানো হচ্ছে, পাশাপাশি আরও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে আইনগত বিষয়টি এড়িয়ে মেয়র জানান, আমার এলাকায় বসবাস করা একজন নাগরিক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, আমি তাকে সম্পূর্ণ নিজ দায়িত্ব থেকে দেখতে এসেছি। তার খোঁজখবর নিয়েছি এবং তাকে আশ্বস্ত করেছি, আমরা সবাই মিলে একটি বাসযোগ্য নগর গড়ে তুলবো। আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা মশক নিধন করার চেষ্টা করছি। আশা করি আমরা সফল হবো। তবে এ বিষয়ে সব নাগরিকের সহযোগিতা প্রয়োজন, তাদের সচেতনতা জরুরি।

নোটিশে ওই আইনজীবী উল্লেখ করেন, গত ২৯ জুন আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পর ৫ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন। যেহেতু এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের (মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা) নিতে হবে। এ কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই আইনি নোটিশ পাঠানো হলো।


নতুনসময়/এমএন