ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


রাজাপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মনির, সম্পাদক এনামুল


১৪ জুলাই ২০১৯ ০৪:১১

ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার (১৩ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মনিরুজ্জামান খান (ইত্তেফাক) ও সাধারন সম্পাদক পদে মোঃ এনামুল হোসেন খান (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্ধী ছিলেন দীর্ঘদিনের সভাপতি যুগান্তর প্রতিনিধি আবদুল বারেক ফরাজী ও প্রভাষক মোঃ শামসুল আলম বাবুল। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মুহাঃ আরিফুর রহমান রনি ও মোঃ নেয়ামুল আহসান হিরন,সহ-সাধারন সম্পাদক আবু সায়েম আকন, অর্থ সম্পাদক মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান মামুন, কার্যনির্বাহী সদস্য ২টি পদে মোঃ রবিউল হাসান তানভীর, ও মোঃ কামরুল হাসান রানা। এ বছরের নির্বাচনে ৯টি পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বীরমুক্তিযোদ্ধা এ্যাড,এ এইচ এম খায়রুল আলম সরফরাজ। সহযোগীতায় ছিলেন মোঃ ইউনুচ গাজী ও নিত্যানন্দ সাহা।