ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


সারা দেশে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু


১৪ জুলাই ২০১৯ ০৩:২১

বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাবনায় বজ্রপাতে দুই ছেলে ও বাবাসহ নিহত ৪, সুনামগঞ্জে বাবা-ছেলেসহ নিহত ২, চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুরে নিহত ৩, নেত্রকোণায় নিহত ১, রাজশাহীতে নিহত ১ , ময়মনসিংহে নিহত ১ , চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিহত ৩ জন।

পাবনার বেড়া উপজেলায় পাট জাগ দেওয়ার সময় বজ্রপাতে দুই ছেলে ও বাবাসহ চারজন নিহত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফ আনান সিদ্দিকী জানান, চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের জুয়েল সরদারের ছেলে মোতালেব সরদার (৫৫), মোতালেবের দুই ছেলে ফরিদ উদ্দিন (২২), শরিফ উদ্দিন ও একই গ্রামের ফকির উদ্দিনের ছেলে রহম আলী (৫৫)।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাছের খামারে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছে।

তাহিরপুর থানার এসআই রাপি আহমদ জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের নিয়াজ আলী ছেলে খামার মালিক হারিদুল ইসলাম (৪৭) ও হারিদুলের ছেলে তারা মিয়া (১২)।

নেত্রকোণায় গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যাওয়ার পথে বজ্রপাতে এক তরুণ নিহত হয়েছেন।

জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন পরিষদ সদস্য মোজাম্মেল হক জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হক (২২) ওই ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাছমারা বেনীপুর গ্রামে মাঠে ধান লাগানোর কাজে গিয়ে কৃষক দুরুল হোদা (৫৫) বজ্রপাতে নিহত হয়েছে। শনিবার দুপুর ৩ টার দিকে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে চৈইত কোচ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু।

শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বড়বিলা এলাকায় এ ঘটনা ঘটে।

বৃষ্টির মধ্যে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ দুইজন আর শেরপুর জেলায় এক কৃষক নিহত হয়েছেন।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের বাবলুর ছেলে হৃদয় (১৩), একই উপজেলার টিকরা গ্রামের সামশুদ্দিন দফাদারের ছেলে ভদু দফাদার (৫৭) ও শেরপুরের শ্রীবরদী উপজেলার রুপারপাড়া গ্রামের আবুল কাশেম (৪০)।

শুক্রবার বিকালে বজ্রপাতের এ ঘটনা ঘটে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ জানিয়েছে।


নতুনসময়/এমএন