পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় বকশিগঞ্জে যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়ানোর অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে মো. ফোরকান হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার ধারারচর গ্রামের কৃষক সোনা মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে র্যাবের একটি দল বকশীগঞ্জ উপজেলার ধারারচর এলাকায় অভিযান চালায়। এ সময় ফোরকানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গত মঙ্গলবার পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাথা আগে দেওয়ার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ান। তার কাছ থেকে দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ফোরকান মাদরাসা থেকে আলিম পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা প্রকৌশলী পাস করেছেন।
র্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফোরকান স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে শুক্রবার রাতেই তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।