ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


বাগমারায় জোরপূর্বক হিন্দু সম্প্রদায়ের জমি দখল


১৩ জুলাই ২০১৯ ২১:৫৭

ছবি সংগৃহিত

নওগাঁ-রাজশাহীর সীমান্তবর্তী বাগমারা উপজেলার কোয়ালী ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে মামলা তোয়াক্কা না করে হিন্দু সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখল করায় বাধা দিলে প্রতিপক্ষের লোকজনের মারধরে ৯ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, গণেশ চন্দ্র, চৈতন কুমার, শিল্পী রানী, কৃষ্ণ কুমার, জয়দেব কুমার, চয়ন কুমার, কালিপদ, নিখিল চন্দ্র প্রামানিক।

এলাকাবাসী ফরিদুল, নির্মল, রেখা রানী, কাজলী রানী, আজিম উদ্দিন জানান, আদালতে মামলা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ইউপি সদস্য সামান আলী ও ইয়াদ আলী জোরপূর্বক জমি দখল করতে গেলে গণেশ চন্দ্র বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সামান ও ইয়াদ আলীর লোকজন গণেশকে মারধরে শুরু করে। গণেশকে বাচাতে গেলে প্রতিপক্ষের লোকজন গণেশের লোকজনকে মারধর করে। এতে ৯ জন আহত হয়।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ বিষয়ে থানায় মারধরের একটি মামলা হয়েছে।