ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


শ্রীপুরে টেক্সটাইল মিলে আগুন, দগ্ধ ৮


১৩ জুলাই ২০১৯ ১৮:৩৮

ছবি সংগৃহিত

গাজীপুরের শ্রীপুরে নোমান শিল্প গ্রুপের জারবা টেক্সটাইল মিলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আটজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রংপুরের গঙ্গাচরা উপজেলার বাদশা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫), মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজ (৩০)। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- কারখানার রক্ষণাবেক্ষণ অফিসার বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর রউফ হাওলাদারের ছেলে রিপন মিয়া (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে কারখানার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার খলিল মিয়া (২৪) ও বরগুনার আমতলী উপজেলার ইসমাইল গাজীর ছেলে কারখানার ফায়ার অফিসার সিদ্দিকুর রহমান (৩৮)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রাসাদ পাল জানান, গ্যাসের অতিরিক্ত চাপের কারণে জেনারেটর রুমের পাশে গ্যাসলাইন ফেটে আগুন বের হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।