রাজধানীতে পাঠাও চালককে কুপিয়ে হত্যা

রাজধানীর আদাবরে অ্যাপসভিত্তিক পাঠাও চালক জুয়েলকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইরের সিরাজ মিয়ার ছেলে জুয়েল আদাবর এলাকায় স্ত্রী আরজিনা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন।
শুক্রবার ভোরে মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে আদাবর ১০ নম্বর রোডের মাথায় বালুর মাঠ এলাকায় তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ঘটনা পর পরিচিত লোকরা জুয়েলকে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে জুয়েল মারা যান। নিহত ব্যক্তি পাঠাও চালক ছিলেন।
নতুনসময়/এমএন