ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ভোলায় রাজাপুর ইউনিয়নকে নদী ভাঙার হাত থেকে রক্ষার দাবীতে মানববন্ধন


১২ জুলাই ২০১৯ ০৪:৫৫

ভোলা বাচাও, রাজাপুর বাচাও এ স্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন রাক্ষুসে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন রোধে আজ সকাল ১১ টার সময় মেঘনা নদীর পারে হাজার হাজার নারী পুরুষ মানববন্ধন করেন।

মানববন্ধনে এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম জমাদ্দার, রাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার দলু ভুইয়া। রাজাপুর ওবায়দুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরোয়ার আহমেদ সহ এলাকার হাজারো মানুষ।

এসময় বক্তারা বলেন চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চর সিতারাম প্রাথমিক বিদ্যালয় এবং ৪নং কোরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ রাজাপুর ইউনিয়নের গুরুত্বপূর্ন স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে।

রাজাপুর ইউনিয়নকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে দ্রুত মহাপরিকল্পনা গ্রহন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক শিল্প বানিজ্যমন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ মহোদয়ের কাছে জোর দাবী জানান রাজপুর এলাকা বাসি।