ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

উন্নয়নের প্রদীপ শিখা জ্বালালে তুমি


২৯ অক্টোবর ২০১৮ ২০:১৮

ফাইল ফটো

উন্নয়নের প্রদীপ জ্বেলে দিলে তুমি হে মমতাময়ী জননী
৭৫ এ যে প্রদীপ নিভে গিয়েছিলো দিশেহারা হয়েছিলো বাঙালী,
নিভে যাওয়া প্রদীপের আলো আজ জ্বলছে বাংলার ঘরে ঘরে
তাই পিতা মুজিবের আদর্শ বুকে নিয়ে সকলে তোমায় শ্রদ্ধায় স্মরণ করে।

ফেলে যেওনা যেন কোনদিন চেয়ে আছি তব মুখ পানে
তুমি চলে গেলে আবারও উত্থান হবে জঙ্গি আর সন্ত্রাসীদের এটা আজ সবাই জানে,

সারা বিশ্বে শান্তির পতাকা উড়িয়ে তুমি ছুটে চলেছো অবিরাম
নৌকাকে বিজয়ী করতে যদি ভূল করি মোরা তবে সকলের বিধি হবে বাম।

তোমার বিকল্প তুমিই,সারা বিশ্বে আজ তোমার জুড়ি নাই
আবার তুমি আসিবে ফিরিয়া প্রধানমন্ত্রী হয়ে মন থেকে মোরা চাই।

পদ্মা সেতু - মেট্রো রেল - সকল মেগা প্রকল্প আজ স্বপ্ন নয় বাস্তবে মোরা দেখি
বিদায়ের বেলা শুধু বলে যাই তোমার উন্নয়নের মহাসড়কের যাত্রী হয়ে আমরা যেন পাশে থাকতে পারি।
এ কি মমতার বাঁধনে জড়ালে মোদের তাই তব জয়গান গাই
চিরদিন তোমার মমতা ভরা হৃদয়ের মাঝে দিও মোদের ঠাঁই,
পিতাহারা বাঙালির আজ তুমি ছাড়া আর অতি আপন যে কেহ নাই
ধানের শীষ - দাঁড়িপাল্লা ভোটে জিততে পারবেনা ইনশাআল্লাহ,
সততা - মানবতা - ধার্মিক নেত্রী তুমি তাই রহমত করবে তোমায় মহান আল্লাহ।

 

(জগলুল হায়দার এমপির ফেসবুক থেকে সংগৃহীত)

আরকেএইচ