ময়মনসিংহের তারাকান্দায় ‘সমাজকল্যাণ সংঘের’ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহের তারাকান্দায় ‘সমাজকল্যাণ সংঘ গরীব হতদরিদ্র পরিবারের মাঝে ৫ম বারের মত শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার মৌলবি বাজারে সমাজকল্যাণ সংঘের সামনে প্রায় ২ শতাধিক দুঃস্থ অসহায় গরীব পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করার হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বালিখা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ এম এ জব্বার, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মো: মোস্তাফিজুর রহমান, মোঃ ফরিদ মিয়া, মোঃ মজিবুল হক সাবেক ইউপি চেয়ারম্যান, তারাকান্দা বাজার বণিক সমিতি সভাপতি নুরুজ্জামান সরকার বকুল, অধ্যক্ষ নুরুলবাকী খান ও আজিজুল হক প্রমূখ। পরে অতিথিরা দুঃস্থ অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলেদেন।
বস্ত্র বিতরনে সার্বিকভাবে সহযোগিতা করেন দিদারুল কামরুল রিয়াদ আনিস নাজমুল সুমন ইলিয়াস ফয়সাল ও ফরিদ।