ঢাকা মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২


বিড়ালের কারণে বিদ্যুৎ বিভ্রাট


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৮

অধিকাংশ মানুষের কাছে বিড়াল একটি প্রিয় পোষ্য। আবার মাঝে মধ্যে বিড়ালের যন্ত্রণায় মানুষকে বিরক্তও হতে হয়। বিড়ালের যন্ত্রণাদায়ক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে রান্না করা খাবার খেয়ে ফেলা কিংবা ঘরবাড়ি নোংরা করা। তবে একটি বিড়াল যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ানসের শহরে এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে যার জন্য হাজারো মানুষকে কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়েছে। গোটা শহরকে স্থবির করে দিয়েছে বিড়ালটা। খবর দেয়া হয় বিদ্যুৎ অফিসে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানতে পায় সব নষ্টের মূল পুচকে এক বিড়াল। বিড়ালটি একটি সাব স্টেশনের মধ্যে ঢুকে দুষ্টুমি করতে করতে পুরো পাওয়ার সিস্টেমই নষ্ট করে ফেলে। তবে সৌভাগ্যক্রমে বিড়ালটি উচ্চ ভোল্টেজে আক্রান্ত হয়নি।

সমস্যা সমাধানের পরে বিদ্যুৎ কর্মীরা পুরো বিষয়টি জানানোর পর বিড়ালটির ওপর ভীষণ খেপেছে শহরবাসী। তবে বিড়ালের এহেন কর্মকাণ্ডের জন্য দায়ী বিড়ালটিকে খুঁজে বের করে কোন রকম ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।

আইএমটি