ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


গোবিন্দগঞ্জে বাল্য বিয়েতে যাওয়ার পথে কিশোর বর সহ ৭জন গ্রেফতার


৩১ জুলাই ২০১৯ ২১:৩০

গোবিন্দগঞ্জে বাল্য বিয়েতে যাওয়ার পথে কিশোর বর সহ ৭জন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাল্য বিয়ে উদ্দেশ্যে কনের বাড়ীতে যাওয়ার প্রাক্কালে কিশোর বর সহ ৬ বর যাত্রী পুলিশের হাতে আটক হয়েছে।আটককৃত কিশোর বরের নাম রফিক মিয়া(১৮)।

গোবিন্দগঞ্জ থানা সুত্র জনায়,বর রফিক মিয়া বয়সে ১৮ হলেও ৫০-৬০ বছরের দাদা ও বোনদের নিয়ে ১৮বছর বয়সের বর সেজে বিয়ে করতে কনের বাড়ি যাবার পথে গোপন সংবাদের ভিত্তিতে পথে মধ্যে থানা পুলিশের একটি দল রাত ১২টা ১৫ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের কাটা এলাকা থেকে তাদের আটক করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ,কে,এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় মোবাইল কোর্টে হাজির করার প্রক্রিয়া চলছে।আটককৃত কিশোর বর রফিক মিয়া গোবিন্দগঞ্জ পৌর শহরের কালিকা ডোবা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।