ঢাকা রবিবার, ৪ঠা জানুয়ারী ২০২৬, ২১শে পৌষ ১৪৩২


তামিমের নেতৃত্বে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দল ঘোষণা


৩ জানুয়ারী ২০২৬ ১২:৪২

সংগৃহীত

 

শুক্রবার (২ জানুয়ারি) রাতে আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে আসন্ন ২০২৬ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়। 

 

আগামী রোববার (৪ জানুয়ারি) রাতেই বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল স্কোয়াডের ১৫ জনের পাশাপাশি ৭ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে বিসিবি।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।