ঢাকা বুধবার, ২৬শে নভেম্বর ২০২৫, ১৩ই অগ্রহায়ণ ১৪৩২


তবে কি গম্ভীরের দিন শেষ হচ্ছে?


২৬ নভেম্বর ২০২৫ ২০:৫৪

সংগৃহীত

গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় ক্রিকেটের দীর্ঘ ব্যর্থতার তালিকা যেন দিন দিন আরও ভারী হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটিতে ৪০৮ রানের লজ্জাজনক পরাজয় শুধু সিরিজের সমাপ্তি নয়, বরং গম্ভীর যুগের দুরবস্থার কঠিন বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। একসময় নিজেদের ঘরের মাঠকে অপ্রবেশ্য দুর্গ মনে করা ভারত এখন নানা অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক। পরিসংখ্যান বলছে—এটি কোনো একদিনের ব্যর্থতা নয়, বরং চলমান সংকটের গভীর ছবি। হিন্দুস্তান টাইমস গম্ভীরের বেশ কয়েকটি ব্যর্থতার পরিসংখ্যান খুঁজে বের করেছে। 

 

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় টেস্ট হার

 

গুয়াহাটির ৪০৮ রানের হার এখন ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। এই হারেই দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। ২০০০ সালের পর এটাই প্রথমবার ভারত সফরে এসে টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা।

 

প্রথমবার ঘরের মাঠে ৩-০ টেস্ট হোয়াইটওয়াশ

 

২০২৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ড ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে অবিশ্বাস্য এক দৃষ্টান্ত গড়ে। এর আগে ভারত কখনও ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়নি। ওই সিরিজেই দেখা যায় বেঙ্গালুরুতে ভারতের লজ্জাজনক ৪৬ রানে অলআউট—ঘরের মাঠে সর্বনিম্ন টেস্ট স্কোর।

 

এক দশক পর বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া

 

২০২৪–২৫ মৌসুমে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে ট্রফি জিতে নেয়। এতে এক দশকের আধিপত্য শেষ হয় ভারতের। একই সঙ্গে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্বপ্নও ভেঙে যায়।

 

দুই হোম সিরিজে হোয়াইটওয়াশ

 

নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে ভারত টানা দুইবার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো। কয়েক বছর আগেও যা কল্পনাতীত ছিল।

 

গম্ভীরের অধীনে জয় তালিকার নিচের দলগুলোর সঙ্গে

 

গম্ভীর দায়িত্ব নেওয়ার পর ভারত টেস্ট সিরিজ জিতেছে কেবল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শীর্ষ প্রতিপক্ষ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা হেরেছে।

 

২৭ বছর পরে শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ হার

 

শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারতে হয় ভারতকে। ২৭ বছরে যা প্রথম।

 

৪৫ বছর পর এক বছরে একটি ওডিআই জয়ও নেই

 

২০২৪ সালে ভারত মাত্র একটিই ওডিআই সিরিজ খেলেছে—শ্রীলঙ্কার বিপক্ষে। ফলে সেই বছর ভারত একটি ম্যাচও জিততে পারেনি। ১৯৭০-এর দশকের পর এটি প্রথম এমন ঘটনা। এছাড়া ওই সিরিজে তিন ম্যাচেই ভারত অলআউট হয়। সব মিলিয়ে ৩০ উইকেট হারায়—ওডিআই ইতিহাসে যা প্রথম।