প্রয়াত ধর্মেন্দ্র, নরেন্দ্র মোদির শোক বার্তা
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের জুহুতে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। ভারতীয় একাধিক গণমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
শুরুতে যখন দু-একটি গণমাধ্যম নির্মাতা করন জোহরের বরাতে তার মৃত্যুর খবর প্রচার করেছিল, তখনও অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে ধর্মেন্দ্র আর নেই। কারণ কিছুদিন আগেই একাধিক ভারতীয় গণমাধ্যম তার মৃত্যু ইস্যুতে ভুয়া সংবাদ প্রচার করেছিল।
তবে, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন এক্স হ্যান্ডেলে শোকবার্তা দেন, তখন তার ভক্তকূলের মাঝে ছড়িয়ে পড়ে বিষাদ।
মোদি লিখেছেন, 'ধর্মেন্দ্র জি'র চলে যাওয়ার মাধ্যমে ভারতীয় সিনেমা জগতে এক অধ্যায়ের সমাপ্তি ঘটলো। তিনি ছিলেন সিনেমা জনতের একজন আইকনিক ব্যক্তি। ছিলেন অসাধারণ একজন অভিনেতা, যিনি যে চরিত্রে অভিনয় করতেন, তার ভেতরে ঢুকে যেতেন। এমন কষ্টের মুহূর্তে আমি তার পরিবার, বন্ধু-বান্ধব ও ভক্তদের সমবেদনা জানাচ্ছি।'
