ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


আইপিএল ছাড়ছেন বেন স্টোকস


১৬ মে ২০২৩ ২১:০৪

ফিটনেস ইস্যুর কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে যাবেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

চেন্নাই সুপার কিংসের লিগ পর্বের শেষ ম্যাচ খেলেই তিনি দেশের বিমান ধরবেন। আগামী শনিবার শেষ ম্যাচে চেন্নাই মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের।

২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএলের নিলামে বেন স্টোকসকে ১৬.২৫ কোটি রূপিতে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। যা তাকে করেছিল চেন্নাইর সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার।

তবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তিনি সর্বোচ্চটুকু দিতে পারেননি ফিটনেস সমস্যার কারণে।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক চেন্নাই হয়ে কেবল প্রথম দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন। দুই ম্যাচে রান করেছিলেন মাত্র ১৫। বল করেছিলেন মাত্র ১ ওভার।