ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

সরে দাঁড়াচ্ছেন আলিবাবার কর্ণধার জ্যাক মা


৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৪

অনলাইনভিত্তিক বিশ্বখ্যাত ব্যবসাপ্রতিষ্ঠান আলিবাবার নির্বাহী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার জ্যাক মা। তিনি বর্তমানে চেয়ারম্যান পদে দায়িত্বরত রয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের।

জ্যাক মা আগামী সোমবার ৫৫ বছর বয়সে পা রাখবেন। নিজের ৫৫তম জন্মদিনে তিনি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়বেন।

তবে চেয়ারম্যানের দায়িত্ব ছাড়লেও আলিবাবা থেকে একেবারে বিদায় নিচ্ছেন না চীনের এই শীর্ষ ব্যবসায়ী। পদত্যাগের পর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে দায়িত্বপালন করবেন তিনি।

১৯৯৯ সালে জ্যাক মা তার প্রতিষ্ঠান আলিবাবা প্রতিষ্ঠা করেন। অনলাইনভিত্তিক মার্কেট স্থাপনের মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানিতে পরিণত হয় এটি।

এসএ