ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

ফোনের বিরক্তকর মেসেজ বন্ধ করবেন যেভাবে


১২ জুলাই ২০২৪ ১৬:৩৪

ছবি: সংগৃহীত

ফোনে একের পর এক প্রমোশনাল মেসেজে বিরক্ত? অপারেটরদের প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ‘ডু নট ডিস্টার্ব’ চালু করতে পারেন। তবে এই সেবা চালুর পর পবর্তীতে বন্ধ করারও সুযোগ রয়েছে।

 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস বা ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে। তারপরও ক্ষেত্রবিশেষে গ্রাহকের কাছে এসব বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই, গ্রাহকরা যেন এসব বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব’ সেবাটি নেন।

 

প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ডায়াল করুন-

 
  • গ্রামীণফোন: *১২১*১১০১#
  • বাংলালিংক: *১২১*৮*৬#
  • রবি: *৭#
  • এয়ারটেল: *৭#
  • টেলিটক: *১৫৫*১#
 

‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবাটি যেন গ্রাহকরা নেন সেজন্য সচেতনতা তৈরি করতে প্রচারণা করছে বিটিআরসি।